প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৭:০৮ এএম | অনলাইন সংস্করণ
প্রথম দুই টেস্টে ফলাফল এসেছিল। একটি করে জয় পেয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া।
ফলে তৃতীয় টেস্টটি ছিল এগিয়ে যাওয়ার লড়াই। কিন্তু বৃষ্টি বাধায় সেটি হলো না। ফলে ১-১ সমতা রয়ে গেল সিরিজে।
গাব্বায় নিজেদের প্রথম ইনিংসে ১৮৫ রানের বড় লিড পেয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু পঞ্চম দিনে দ্বিতীয়বার ব্যাট করতে নেমে হুড়মুড় করে ভেঙে পড়ে অজিদের ব্যাটিং লাইনআপ। একসময় জসপ্রিত বুমরাহর দাপুটে বোলিংয়ে ৩৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। পরে ১০ বলে ২২ রান করে যখন ইনিংস ঘোষণা করেন অধিনায়ক প্যাট কামিন্স, তখন তার দলের সংগ্রহ ৭ উইকেটে ৮৯ রান।
অজিদের ব্যাটিং বিপর্যয়ের পর ২৭৫ রানের লক্ষ্য পায় ভারত। দিনের খেলা তখনও কমপক্ষে ৫৪ ওভার বাকি। কিন্তু আলোক স্বল্পতার কারণে ভারতের দ্বিতীয় ইনিংস তৃতীয় ওভারে গড়ানোর পর খেলা বন্ধ হয়ে যায়। ভারতের স্কোর তখন ৮/০। কিছুক্ষণ পর নামে বৃষ্টি। যা আর পরে থামেনি। ফলে দুই দল ড্র মেনে নিয়ে হাত মেলায়।
ম্যাচের ফলাফল যে ড্র হবে, তা আগেই অনুমান করা যাচ্ছিল। কারণ প্রথম তিন দিনে মাত্র ১৩১.২ ওভার খেলা হয়েছে। বুমরাহ ও আকাশ দ্বীপ মিলে চতুর্থ দিনের শেষে লড়াই করে ভারতকে ফলো-অনের হাত থেকে বাঁচালে ম্যাচের ভবিষ্যৎ অনেকটাই পরিষ্কার হয়ে যায়। পঞ্চম দিনে ৩১ রান করে আকাশ বিদায় নেওয়ার পর লাঞ্চের আগে বৃষ্টির কারণে বল মাঠে গড়ায়নি। পরে সূর্য উঁকি দিলে খেলা শুরু হয়। কিন্তু অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস ১৮ ওভার পর্যন্ত স্থায়ী হয়।
অ্যাডিলেড টেস্ট জিতে সমতা ফেরানো অস্ট্রেলিয়া ব্রিসবেনে প্রথম চার দিন বেশ দাপট দেখিয়েছে। কিন্তু লিড ২১৮ রানে পৌঁছানোর পর স্টিভ স্মিথ পঞ্চম উইকেট হিসেবে বিদায় নিলে অস্ট্রেলিয়া পথ হারায়। এর আগে বুমরাহ ফেরান উসমান খাজা (৮) ও মার্নাস লাবুশেনকে (১)। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন বুমরাহ। মাত্র ১০ টেস্টে তার দখলে আছে ৫৩ উইকেট। যার মধ্যে ২১টিই এবারের সিরিজে।
পাঁচ ম্যাচ সিরিজের পরবর্তী ম্যাচ ২৬ ডিসেম্বর। বক্সিং ডে টেস্ট নামে পরিচিত এই ম্যাচের প্রথম দিন ৯০ হাজার দর্শক উপস্থিতির সম্ভাবনা রয়েছে।
তৃতীয় টেস্ট, ব্রিসবেন
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ৪৪৫ ও ৮৯/৭ (ডিক্লেয়ার): বুমরাহ ৩/১৮
ভারত ২৫২/৯ ও ৮/০
ফলাফল: ম্যাচ ড্র; ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতা।