প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৯:৫৬ পিএম | অনলাইন সংস্করণ
যশোরের শার্শায় সীমান্ত থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি সদস্যরা। তাদের শরীরে ক্ষতচিহ্ন পাওয়া গেছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
নিহতরা হলেন, বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের আরিফুল ইসলামের ছেলে সাবু হোসেন (২৮) এবং কাগজপুকুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত ইউনুস মোড়ের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তারা দুজন পেশায় চোরাকারবারি। ভারত থেকে চোরাই পণ্য এনে বাংলাদেশে সরবরাহ করতেন।
সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, কীভাবে তাদের মৃত্যু হয়েছে আমরা তদন্ত করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে মৃত্যুর কারণ জানাতে পারব।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, শার্শা সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয়ও পাওয়া গেছে। তাদের গায়ে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।