প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৮:০১ পিএম | অনলাইন সংস্করণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় নিষিদ্ধ সংগঠন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান এ আদেশ দেন।
এর আগে দুই দিনের রিমান্ড শেষে বুধবার শাহবাগ থানার মামলায় রিভাকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। একপর্যায়ে আবেদনের প্রেক্ষিতে বিচারক মাসুমা রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১৫ ডিসেম্বর রাতে তামান্না জেনমিন রিভাকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। এর পরদিন তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাকে দুই দিনের রিমান্ডে দেন।
মামলার এজাহার থেকে জানা যায়, সরকারি চাকরিতে প্রবেশে কোটা প্রথার সংস্কারের দাবিতে গত ১৫ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ছাড়াও ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে। ওই ঘটনায় অন্তত ৩ শতাধিক শিক্ষার্থী আহত হয়।
ওই ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ এনে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের শিক্ষার্থী আবু সায়াদ বিন মাহিন সরকার। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯১ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাও এ মামলার এজাহারনামীয় আসামি।