প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৭:০৮ পিএম | অনলাইন সংস্করণ
বিএনপির প্রতি নির্যাতনের জবাব হিংসার বদলে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দিতে চাই বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত জীবনেও নির্যাতন হয়েছে। আমার বাবাকে হত্যা করা হয়েছে, মাকে নির্যাতন করা হয়েছে এবং ভাই তাদের অত্যাচারে মারা গেছে। কিন্তু আমরা এ নির্যাতনের জবাব তাদের মতো হিংসার মাধ্যমে দেব না। আমরা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এর জবাব দেব।’
বুধবার (১৮ ডিসেম্বর) বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘আমাদের বহু সহকর্মী খুন হয়েছেন। শুধু জুলাই-আগস্টের আন্দোলনে পাঁচ শতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন। গত ১৬ বছরে অনেক নেতাকর্মীর বাড়িঘর এবং ব্যবসা-প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে।’
তিনি বলেন, ‘মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই তাদের [বিএনপির ওপর নির্যাতনকারীদের] জবাব দেওয়া হবে।’
তারেক রহমান বলেন, ‘ভোটের মাধ্যমে জনগণের সমর্থন পাওয়াই আস্থার প্রতিফলন। মুখে বললেই হবে না; জনগণ জানতে চায়, আমরা তাদের জন্য কী করব। জনগণের আস্থা অর্জনের পর সে আস্থা ধরে রাখতে হবে।’
তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনই শেষ কথা নয়। মানুষ জানতে চায়, নির্বাচনের পর আমরা কী করব। এখন আর শুধু কথায় চিড়া ভিজবে না।’