প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ২:১৮ পিএম | অনলাইন সংস্করণ
গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠ দখল নিয়ে জুবায়ের ও সাদ দুই পক্ষের সংঘর্ষের জেরে এই ময়দান ঘিরে সভা-সমাবেশে নিষিধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
ডিএমপি থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়, রাজধানীর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ, পশ্চিম এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ভোরে গাজীপুরে টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
যদিও গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জুবায়েরপন্থীরা দাবি করেছেন, সংঘর্ষে তাদের তিন সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনার পর অপ্রীতিকর ঘটনা এড়াতে ইজতেমা মাঠে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
এছাড়া, ঢাকার কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও র্যাব।