রোববার ২২ ডিসেম্বর ২০২৪ ৭ পৌষ ১৪৩১

শিরোনাম: গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে শহীদ ৩০, আহত ৩৮৫   শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি   সাবেক মন্ত্রী আনিসুল হকের ব্যাংক হিসাবে ২১ কোটি টাকা   পাকিস্তান থেকে আবারও এলো জাহাজ, রয়েছে যেসব পণ্য   শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু   ‘বাংলাদেশ আমি তোমাকে ভালোবাসি’   ঢাকা-মাওয়া রোডে ১০ যানবাহনের সংঘর্ষ, আহত ৪   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ঝিকরগাছায় বিজয়স্তম্ভে 'জয় বাংলা' লেখায় তীব্র নিন্দা ক্ষোভ
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৭:৪০ এএম | অনলাইন সংস্করণ

ঝিকরগাছা উপজেলা মোড়ে  মহান স্বাধীনতার স্মারক 'শহীদ স্মৃতি ও বিজয়স্তম্ভে' রাতের আঁধারে কে বা কারা জয় বাংলা লেখায় তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

ঝিকরগাছা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম রফিকসহ সাধারণ মুক্তিযোদ্ধাসহ মুক্তিযোদ্ধার সন্তান সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিকরগাছার নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ, নিন্দা ও ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

ন্যাকারজনক এই ঘটনাটি ঘটে মহান বিজয় দিবসের সন্ধ্যা রাতে।

ঘটনায় জড়িত সন্দেহে ওই রাতেই ঝিকরগাছা হাসপাতাল রোডের মিস্ত্রিপাড়া থেকে বিশ্বজিৎ নামের এক যুবককে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। ঘটনার পরপরই  উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার,পৌর প্রশাসক ও  সহকারী কমিশনার(ভূমি)নাভিদ সরওয়ার,থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। 

উপজেলা নির্বাহী অফিসার  ও থানার অফিসার ইনচার্জ এই ঘটনাকে ঔদ্ধত্যপূর্ণ, উস্কানিমূলক ও জঘন্যতম অপরাধ আখ্যায়িত করে জড়িতদের গ্রেফতার ও  আইনের হাতে অবিলম্বে সোপর্দ করা হবে বলে আশ্বস্ত করেছেন। 

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। 

এ ব্যাপারে  ঘটনায় জড়িতদের গ্রেফতারসহ পতিত স্বৈরাচারের দোসরদের যেকোনো চক্রান্ত -ষড়যন্ত্র ব্যাপারে সবাইকে সজাগ - সতর্ক থাকার পাশাপাশি সহযোগিতা কামনা করা হয়।

এ ব্যাপারে প্রশাসন আহুত ওই জরুরী সভায় বিজয় স্তম্ভ সংস্কারের সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]