প্রকাশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৭:২২ এএম | অনলাইন সংস্করণ
জুলাই গণঅভ্যুত্থান ও আন্দোলন-সংগ্রামের সংবাদ সংগ্রহে যখন ক্লান্ত মাল্টিমিডিয়া জার্নালিস্টরা তখন নতুন করে মানসিকভাবে চাঙ্গা করতে ৩ দিনব্যাপী আয়োজন করা হয়েছে ‘মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ ২০২৪’ (সিজন ২)।
গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থেকে মাঠে গড়ায় মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট টুর্নামেন্ট সিজন ২, পাওয়ার্ড বাই পিপল এন টেক।
এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন ১২০ জন মাল্টিমিডিয়ার সাংবাদিক। যারা বর্তমানে দেশের প্রথম সারির দৈনিক জাতীয় পত্রিকা, অনলাইন গণমাধ্যম, টেলিভিশন চ্যানেলে কর্মরত রয়েছেন।
এছাড়াও বেশকিছু নিউজ কন্টেন্ট ক্রিয়েটররাও বিভিন্ন দলে অংশ নিচ্ছেন এই টুর্নামেন্টে এবারের আসরে।
আগামী বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের ২য় আসরের। একই সঙ্গে সেদিন টুর্নামেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে।
ফাইনালসহ প্রতিটি ম্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ক্রিকেট গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে। দুই গ্রুপে মোট ৮টি দল এবারের আসরে অংশ নিচ্ছে।
দুই দিনের রাউন্ড টেবিল খেলার মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৪টি ৩য় দিন সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে অংশ নিবেন।