প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১০:৩০ পিএম | অনলাইন সংস্করণ
ঢাকার সাভারের আশুলিয়ায় সড়ক পারাপারের সময় কাভার্ডভ্যান চাপায় এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার ( ১৭ ডিসেম্বর ) ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম।
নিহত রোকেয়া আক্তার (৩৭) ঢাকার ধামরাই উপজেলাধীন সুতিপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী।
স্থানীয়দের বরাতে ওসি সওগাতুল বলেন, সকালে আশুলিয়ার নিরিবিলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক পারাপারের সময় একটি কাভার্ডভ্যান রোকেয়া আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের স্বজনরা থানায় এসেছেন। তাদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার সঙ্গে জড়িত কভার্ডভ্যানটি জব্দ করা হলেও এর চালক আর সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি।