প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৪ এএম | অনলাইন সংস্করণ
ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। এনিয়ে ইসরায়েলের বেশিরভাগ এলাকাজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, দেশের সীমান্ত পার হওয়ার আগেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে শার্পনেল পড়তে পারে- এই আশঙ্কায় সাইরেন বাজানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিব, হোলোন, রিশোন লেজিয়ন, পেতাহ তিকভা, রামাত গান, হার্জলিয়া ছাড়াও আরো অনেক এলাকায় বিমান হামলার সাইরেন বাজানো হয়েছিল।
ইসরায়েলের মেগান ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, তারা পাঁচজনকে চিকিৎসা দিয়েছে। তেল আবিবে তারা সাইরেন শুনে দৌড়ানোর কারণে আহত হয়েছিলেন।
এ ছাড়া সোমবার সকালে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে।
টাইমস অব ইসরায়েল বলছে, এর আগে কেন্দ্রীয় তেল আবিবে সর্বশেষ গত ১৮ নভেম্বর বিমান হামলার সাইরেন বাজানো হয়েছিল। সেইসময় লেবানন থেকে দীর্ঘপাল্লার রকেট ছোড়া হয়েছিল।
গত নভেম্বর থেকে ইরান সমর্থিত হুতি ইসরায়েলে ছয়টি ক্ষেপণাস্ত্র এবং পাঁচটি ড্রোন ছুড়েছে।