রোববার ২২ ডিসেম্বর ২০২৪ ৭ পৌষ ১৪৩১

শিরোনাম: সাজেকে উপচেপড়া ভিড়, তিন শতাধিক পর্যটকের বারান্দা-ক্লাবঘরে রাতযাপন   রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ   নাটোরে চলন্ত ট্রেনের বগিতে আগুন, নেভালেন স্থানীয়র   পিএসসির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ   আন্দোলনে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ   রাশিয়ায় বহুতল ভবনে ৯/১১ স্টাইলে ড্রোন হামলা   ২০২৫ সালের মধ্যেই নির্বাচন চায় বিএনপির সমমনা দল ও জোট   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৭:১৪ এএম | অনলাইন সংস্করণ

পবিত্র কোরআনের বাণী "প্রাণবন্ত সবকিছুই পানি থেকে সৃষ্টি করা হয়েছে"-এ কথাকে প্রতিপাদ্য হিসাবে নিয়ে ২০০৩ সালের ৩০ নভেম্বর প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি, যার রেজিষ্ট্রেশন নং বি-২০৯৮।দীর্ঘদিন সমিতির কার্যক্রম স্থবির হয়েছিল, ফলে দিশেহারা অবস্থায় ছিলেন সাধারণ ঠিকাদারগন,এ অবস্থা থেকে উত্তরণের জন্য গত ১১/১২/২০২৪ইং তারিখে মোট ৭৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী  কমিটি এবং ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলীর নাম প্রকাশ করা হয়। 

কমিটির  সভাপতি মনোনীত হয়েছেন  ভাওয়াল ইন্জিঃ এন্ড কনস্ট্রাকশন লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক ফকর উদ্দিন আহম্মেদ বাচ্চু ও মেসার্স আরাধনা এন্টারপ্রাইজ এর প্রোপাইটর মোঃমাহবুবুল হক রিপনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। 

পরিচালনা কমিটির মনোনীত অন্যান্য দায়িত্ব প্রাপ্তরা হলেন, সহ-সভাপতি পদে খন্দকার শাহিন আহম্মেদ, মেসার্স খন্দকার শাহিন আহমেদ, গোলাম রব্বানী কামনা, গোলাম রব্বানী কনস্ট্রাকশন প্রাঃলিঃ,সহ-সভাপতি, মোঃ হুমায়ূন কবির, টেকবে ইন্টারন্যাশনাল, সহ-সভাপতি, মোঃ ইয়াসিন মোল্লা, ডন কর্পোরেশন, সহ-সভাপতি, মোঃ শফিউল আলম (বুলু), মেসার্স শফিউল আলম সহ-সভাপতি। যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে আছেন,  বিএম আমান উল্লাহ বিপুল, আদন ড্রেজিং লিঃ, সাইফুল ইসলাম, মেসার্স এস ইসলাম ট্রেডিং, এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, সাইকি বিল্ডার্স। সহ যুগ্ন সাধারণ সম্পাদক, মোঃ জাহাঙ্গীর, মেসাস বিউটি ট্রেডার্স,মোঃ মনিরুজ্জামান, মেসার্স জামান ব্রাদার্স, মোঃ  মাছুদ, মেসার্স মাছুদ ট্রেডিং কর্পোরেশন। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন, ইন্জিঃ মোঃ বাচ্চু মিয়া, মেসার্স ইব্রাহিম ট্রেডার্স, মোঃ সাইফুল আলম, মেসার্স আলম এন্ড ব্রাদার্স, মোঃ শহিদুল ইসলাম কিরণ, মোস্তফা এন্ড কোংঃ।অর্থ সম্পাদক, সালেহ আহম্মেদ বাবুল, মেসার্স সালেহ আহম্মেদ, প্রচার সম্পাদক,মোঃ রিয়াজতুল্লাহ (রিয়াজ মালিথা), মেসার্স মালিথা ট্রেডার্স, দপ্তর সম্পাদক, বিপ্লব কুমার গুন, মেসার্স শেখ এমদাদুল হক আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, কামরুল ইসলাম হিলটন, হিলটন ট্রেড সিস্টেম, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডঃ চৌধুরী হোসেন মোহাম্মদ  আব্দুল্লাহ রাজেন, মেসার্স রাজেন কনস্ট্রাকশন, সমাজকল্যাণ সম্পাদক, এস এম শরীফ, মেসার্স আল আকসা কনস্ট্রাকশন, শ্রম বিষয়ক সম্পাদক, কামরুল হাসান চৌধুরী, আয়শা এন্টারপ্রাইজ এবং তথ্য ও জনসংযোগ বিষয়ক সম্পাদক, মোঃ আনিসুর  রহমান (বাবুল), নির্মাতা কুশল। 

নতুন কমিটি গঠন প্রসঙ্গে দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ বলেন, পিপিআর ২০০৮ বিধি ও বিধান অনুযায়ী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারদের প্রানের ৯ দফা দাবী আদায়ের লক্ষ্যে এ সমিতি  কাজ করে যাবে, আমরা চাই ঠিকাদারি কাজে কোনো বৈষম্য থাকবে না, প্রতিষ্ঠিত হবে সুশাসন ও ন্যায় বিচার। সকলেই সমতার ভিত্তিতে কাজ করবে। দুর্নীতিমুক্ত হোক সকল কর্মক্ষেত্র এ প্রত্যাশা আমাদের সকলের।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]