প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১১:২০ পিএম | অনলাইন সংস্করণ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন পেতে কতদিন অপেক্ষা করতে হবে আমাদের জানিয়ে দিন, আমরা অপেক্ষা করতে রাজি আছি।
সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, আমরা দেখেছি ভোটের কথা বললে অনেকের মুখ বাঁকা হয়ে যায়। আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট বলেছেন, আমাদের কতদিন অপেক্ষা করতে হবে, এটা আমাদের জানিয়ে দিন। আমরা অপেক্ষা করতে রাজি আছি। সংস্কার হবে, অপেক্ষা করতেও রাজি আছি। কিন্তু যুগ যুগ ধরে এভাবে চলতে পারে না।
তিনি বলেন, আজকে দেশের অর্থনীতির অবস্থা খারাপ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে মানুষের। মানুষ বাঁচার রাস্তা খুঁজছে। মানুষ কথা বলতে পারছে ঠিকই, কিন্তু অভাবের তাড়না রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে, ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। তাই আমরা চাই এই সরকার একটা রোডম্যাপ ঘোষণা করুক।
প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপির এই নেতা বলেন, প্রধান উপদেষ্টা যা বলেছেন সেটি যথাযথ। নির্বাচনে যারা অংশীজন তারা যদি চায় উনি যৌক্তিক সময়ে নির্বাচন দেবেন। সাধুবাদ জানাই, কিন্তু এর বাইরে কোনও কথা থাকতে পারে না।
পরিবেশ উপদেষ্টা রেজওয়ান হাসানের বক্তব্যের পরিপেক্ষিতে মির্জা আব্বাস বলেন, আপনি রাজনীতি করেন না। রাজনীতির ব্যক্তিত্বদের নিয়ে একটু সম্মান দিয়ে কথা বলুন। একজন রাজনীতিবিদ একদিনে তৈরি হয় না। সুতরাং, রাজনীতির ব্যক্তিরা যা বলেন তা বোঝার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন। এ কথা ভাববেন না আমরা ক্ষমতায় যাবার জন্য লালায়িত। আজও বলি না, কখনোই বলবো না। আমরা চাই মানুষের ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার।