প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ২:৩৩ পিএম | অনলাইন সংস্করণ
ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের কাপাসিয়া ফকির মজনু শাহ সেতুর উত্তর পার্শ্বে রাজদূত পরিবহনের একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার (১৬ ডিসেম্বর ) ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরহি দুইজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক একজনেক মৃত ঘোষণা করেন। অপরজনকে ঢাকা রেফার্ড করা হয়।
নিহত সাবিক হাসান(১৭) উপজেলার কড়িহাতা ইউনিয়নের পিরিজপুর গ্রামের শামিম হোসেনের ছেলে। আতহ আনান(২০) রামপুর গ্রামের মৃত গোলজারের ছেলে।
কাপসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে আমরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশপাশের লোকজনকে কাছ থেকে জানতে পারি বাসের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন।