ঝিকরগাছায় প্রয়াত বিএনপি নেতা শহীদ নাজমুলের ১৩তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। জনপ্রিয় এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা-স্মরণ ও দোয়া অনুষ্ঠানে সব নেতারা এক কাতারে শামিল হয়েছেন। ফলে, দ্বিধাবিভক্ত বিএনপিতে ঐক্যের আভাস পাওয়া গেছে। নেতাকর্মীদের মাথার উপর 'অস্বস্তির কালো মেঘ'সরে যাওয়ার পাশাপাশি সব ভেদাভেদ ভুলে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। এমনটাই বলছেন দলের নীতি নির্ধারকসহ সব পর্যায়ের নেতাকর্মীরা।
গতকাল রবিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় থানা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা ঝিকরগাছা থানা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শহীদ নাজমুল ইসলামের পারিবারিক কবরস্থানে কীর্তিপুর গ্রামস্থ কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়।
জোহরবাদ পৌরসদরের ৫নং ওয়ার্ড বিএনপির উদোগে ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কবর জিয়ারতে দোয়া পরিচালনা করেন, কীর্তিপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম হাফেজ মাওলানা শাহআলম হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও শহীদ নাজমুল ইসলামের সহধর্মীনী সাবিরা নাজমুল মুন্নি। সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, শহীদ নাজমুল ইসলামের বয়োবৃদ্ধপিতা সাবেক বিএনপি নেতা নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, বিএনপি নেতা সরদার শহিদুল ইসলাম, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মুরুদুন্নবী মুরাদ, কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক রুহুল আমীন সুজন, বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর গোলাম কাদের বাবলু, বিএনপি নেতা এনামুল হক,রাশেদুল মোমিন সুজন, আরমান হোসেন কাকন, বিএনপি নেতা আব্দুল মাজিদ, দাউদ হোসেন, আশরাফুজ্জামান আশা, আয়ুব হোসেন, জামির হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লবসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
উল্লেখ্য,২০১১সালের ১৫ই নভেম্বর শহীদ নাজমুল ইসলাম ঢাকায় অপহরণ ও নির্মম গুপ্তহত্যার শিকার হন।
এদিকে, দলের ভিতর দ্বিধাদ্বন্দ্ব, বিভক্তি-বিভাজনের বিষয়ে থানা বিএনপি'র সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়া বরাবর বলে এসেছেন, বিএনপি দেশের সর্ববৃহৎ জনপ্রিয় একটি রাজনৈতিক দল।এই দলে নেতৃত্বের প্রতিযোগিতা আছে-সেটায় স্বাভাবিক। তবে কোনো বিভক্তি বিভাজন কিংবা অনৈক্য নেই। নির্বাচনকেন্দ্রিক অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভুল বোঝাবুঝি থাকলেও সেটাকে বড় করে দেখবার অবকাশ নেই।