প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১:০০ পিএম | অনলাইন সংস্করণ
মালয়েশিয়া সফরে প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমীর ডা. শফিকুর রহমান। দু'দিনের সফরে কুয়ালালামপুরে প্রবাসী ব্যাবসায়িকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ এডভান্স ইসলামিক স্টাডিজ (IIAIS) এর আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ১৪ এবং ১৫ ডিসেম্বর মালয়েশিয়া সফর করেন।
সফরে মালয়েশিয়া সরকারের মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দল, এনজিও ও পেশাজীবীদের সাথে বৈঠক করেন, তিনি। IIAS এর আমন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ইসলামী সংগঠনের প্রতিনিধিদের উদ্দেশ্য ডা. শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বাংলাদেশ থেকে তার সফরসঙ্গী হিসাবে আরো ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি )।
এছাড়া তিনি মালয়েশিয়ায় অবস্থানরত ব্যবসায়ী ও বিভিন্ন পেশার বাংলাদেশীদের সাথে মত বিনিময় করেন। আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান প্রবাসী বাংলাদেশীদের দেশে তাদের মেধা যোগ্যতা দিয়ে বিনিয়োগের আহ্বান জানান।
৫ আগষ্ট আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত হয়ে যে সম্ভাবনা তৈরি হয়েছে তা কাজে লাগানোর জন্য জাতীয় ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা ধীরে ধীরে সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।