প্রকাশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৭ এএম | অনলাইন সংস্করণ
রাজধানীতে ছিনতাই বেড়েছে স্বীকার করে পুলিশি টহল বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
তিনি বলেন, শেষ রাতের দিকে সাধারণত ছিনতাই বেশি হয়। এছাড়া ছিনতাই যাতে শূন্যের কোটায় নেমে আসে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণেরও নির্দেশনা দেয়া হয়েছে।
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৫ম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। এছাড়া, উপদেষ্টা কমিটির সভায় সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতা রোধে গ্রেপ্তার অভিযান জোরদারের কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যে অবস্থায় আছে তার থেকে আরও উন্নতি করতে হবে।
তিনি বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবস যাতে সবাই নির্বিঘ্নে ও নিশ্ছিদ্র নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করতে পারে, সে ব্যাপারে পদক্ষেপ নেয়া হয়েছে।
বিশ্ব ইজতেমা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিশ্ব ইজতেমা বিষয়ে দুই পক্ষ (সাদ ও যোবায়ের গ্রুপ)-এর সঙ্গে আগামী ১৮ ডিসেম্বর আবার বৈঠক হবে। গতবার যেভাবে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল এবারও সেভাবেই অনুষ্ঠিত হবে।
সভায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয়, বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উদ্যাপন উপলক্ষ্যে সারাদেশে আইনশৃঙ্খলা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ, অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা, মাদকের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এসময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো সুষ্ঠু ও শৃঙ্খলা বজায় রেখে শেষ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের নানা অপতৎপরতা রোধে সারা দেশে গ্রেপ্তার অভিযান জোরদারের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। বিজয় দিবসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক দৃষ্টি রয়েছে বলেও জানান উপদেষ্টা।