প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ১০:১৬ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে দারুণ ছন্দে রয়েছে মোহামেডান। ঢাকা ওয়ান্ডারার্স ও বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারানোর মৌসুমের প্রথম ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়েছে সাদা-কালো শিবির।
শনিবার (১৪ ডিসেম্বর) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অধিনায়ক সোলেমান দিয়াবাতের গোলে আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে মোহামেডান।
এই নিয়ে টানা তিন ম্যাচে জয়ের দেখা পেলো আলফাজ আহমেদের শিষ্যরা।
চলতি মৌসুমে কোনো বিদেশি খেলোয়াড় ছাড়াই খেলছে আবাহনী। ম্যাচের শুরু থেকে আকাশী-নীলদের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে মোহামেডান। তবে গোলের দেখা পাচ্চিলো না তারা।
প্রথমার্ধের স্টপেজ টাইমে দিয়াবাতে গোল করে এগিয়ে দেন মোহামেডানকে। তার গোলেই লিড নিয়ে বিরতিতে যায় সাদা-কালো শিবির।
দ্বিতীয়ার্ধে চেষ্টা চালালেও গোল পায়নি আবাহনী। ম্যাচের অতিরিক্ত সময়ে বল জালে জড়ায় তারা। তবে তা অফসাইডের কারণে বাতিল হয়। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।
এই জয় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে মোহামেডান। তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। অন্যদিকে, ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চলে গেছে আবাহনী। এটি তাদের মৌসুমের প্রথম হার।