সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ ৭ পৌষ ১৪৩১

শিরোনাম: আমাদের কেবিনেটে অসৎ ব্যক্তি নেই: নৌ উপদেষ্টা   খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ২৯ ডিসেম্বর   বিটিভির সংবাদ পাঠক সালেহ আকরাম আর নেই   নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি   এনআইডি সার্ভার অপব্যবহারে জড়িতদের রেহাই নেই: ডিজি   দেশের দীর্ঘতম ম্যারাথন ‘কোস্টাল আলট্রা’র নিবন্ধন শুরু   ভারতকে খাটো করে দেখবেন না, বাংলাদেশকে হুঁশিয়ারি মিঠুনের   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ঢাকা রেঞ্জ ডিআইজি
বিজয় দিবসে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৪ পিএম | অনলাইন সংস্করণ

ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন জানিয়েছেন, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সব ধরনের নিরাপত্তা জোরদার করেছে ঢাকা জেলা পুলিশ। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। বিজয় দিবস ঘিরে কোনো ধরনের ঝুঁকি নেই।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি এসব কথা জানান।

তিনি জানান, বিজয় দিবসকে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকার নিরাপত্তার দায়িত্বে কাজ করছে পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা। প্রায় ৩ হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। পার্শ্ববর্তী জেলাগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। যান চলাচলেও বিশেষ ব্যবস্থাপনা রয়েছে। বিজয় দিবস ঘিরে কোনো ধরনের ঝুঁকি নেই বলেও জানান তিনি।

ডিআইজি বলেন, মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে ঢাকা জেলা পুলিশ আয়োজিউ ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ডিএমপি এলাকা থেকে ডিএমপিও তাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। আমাদের ব্যবস্থা হবে আমিন বাজার থেকে।

তিনি আরও বলেন, শুধু স্মৃতিসৌধ কেন্দ্রিক নয় তার আশপাশে যে জেলাগুলো আছে অর্থাৎ মানিকগঞ্জ টাংগাইল, গাজীপুর, গাজীপুর মেট্রো এসব এলাকাও আমাদের নিরাপত্তা বলয়ে চলে আসবে।

আওলাদ হোসেন বলেন, সব স্তরের নিরাপত্তা ব্যবস্থাই আমরা রেখেছি যেন খুব সুন্দরভাবে ভিভিআইপিগণ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাদের সমর্থকরা অতি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে নিরাপত্তা সহকারে এখানে পুষ্পক অপর্ণ করতে পারেন এবং নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারেন।

তিনি বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে সেটা দেখার জন্য আমাদের অফিসাররাসহ আজকে আমরা এই এলাকা পর্যবেক্ষণ করলাম। আমাদের ৩ হাজার ১১২ জন কাজ করছে। ভেতরে এখন যারা আসছে তারা কাজের জন্য আসছে কোনো দর্শনার্থী আসছে না এবং প্রত্যেককেই চেক করে প্রবেশ করানো হচ্ছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

তিনি আরও বলেন, এখন আমাদের পুরো ফুল ফেজে নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত আছে। সব লোকজন অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই বিজয় দিবস উদযাপন করবেন। ১৬ তারিখ নিয়ে আমাদের কোনো থ্রেট নেই।

এসময় অতিরিক্ত আইজিপি আকরাম হোসেনসহ ঢাকা জেলা পুলিশ সুপার ও পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]