প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২:২৭ পিএম | অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে চোর সন্দেহে জনতার পিটুনিতে দু’জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার দেওঘর ইউনিয়নের দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, ‘মহিষ চুরি করতে গিয়ে’ ধরার পড়ার পর জনতার পিটুনিতে তাদের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কচুয়া গ্রামের চারু মিয়ার ছেলে শাজাহান মিয়া (৩৫) এবং কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাগজি গ্ৰামের হীরা মিয়ার ছেলে নাসির মিয়া (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহিষ চুরি করে নিয়ে যাওয়ার সময় শাহজাহান এবং নাসিরকে আটক করে এলাকাবাসী। পরে তাদের দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে বেঁধে রাখলে এলাকাবাসী গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যান তারা।
স্থানীয়দের বরাতে অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন জানান, মহিষসহ দু’জনকে আটক করে এলাকাবাসী। তারপর এলকাবাসীর গণপিটুনিতে মারা গেলে থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।