পাবনা র্যাবের অভিযানে সাঁথিয়ার বাকুল মিয়াকে গলা কেটে হত্যা মামলার পলাতক ১নং আসামি দুলাল গ্রেফতার হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল ৫.২০টায় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুলাল পাবনার সাঁথিয়ার রাউতি গ্রামের মৃত আওয়ালের ছেলে।
জানা যায়, গত ২৪ নভেম্বর রাত আনুমানিক ৯টায় পাবনা জেলার সাঁথিয়া থানাধীন রাউতি মিয়াপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ঘোড়ার গাড়ির চালক বাকুল মিয়া (৪৫)কে দুষ্কৃতকারীরা নৃশংসভাবে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাঁথিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর র্যাব-১২ এর আভিযানিক দল গতকাল শুক্রবার মামলার ১নং এজাহারনামীয় আসামি দুলালকে গ্রেফতার করে।