প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ১২:২২ এএম | অনলাইন সংস্করণ
গত মৌসুমে রেলিগেশনে পড়েও বাফুফের কাছে আবেদন করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে টিকে থাকা ব্রাদার্স ইউনিয়ন এবার মাঠে ভালোই পারফরম্যান্স করছে।
আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। সেনেগালের চিক সেনে একাই দুই গোল করে গোপীবাগের দলটির জয় নিশ্চিত করেন।
এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে ব্রাদার্স। সমান ৩ ম্যাচ খেলেও টেবিলের তলানীতে কোনো পয়েন্ট না পাওয়া চট্টলার দলটি।
এদিকে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ফর্টিস এফসি ৩-০ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে।
জয়ী দলের পিয়াস আহমেদ নোভা দুটি এবং ওমর সারে এক গোল করেন। এই জয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে ফর্টিস। সমান ম্যাচ খেললেও কোনো পয়েন্ট নেই ফকিরেরপুলের। তাদের অবস্থান নবমস্থানে।