সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ ৮ পৌষ ১৪৩১

শিরোনাম: ইলন মাস্ক কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন, যা বললেন ট্রাম্প   সাঈদ খোকনের সপরিবারে দেশত্যাগে নিষেধাজ্ঞা   শেখ হাসিনাকে ফেরাতে চিঠি দেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা   শীতের মধ্যে ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস   জিম্মিদের নিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যমে নতুন তথ্য   গাজীপুরে কারখানা খুলে দেয়ার দাবিতে মহাসড়ক অবরোধ   সাবেক এমপি পোটন ৩ দিনের রিমান্ডে   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ইলন মাস্ককে টপকে বিশ্বের ধনী পরিবার ওয়ালটন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ১১:৪৯ পিএম | অনলাইন সংস্করণ

২০২৪ সালের ধনী পরিবারের তালিকা প্রকাশ করেছে অর্থনীতি বিষয়ক সংবাদমাধ্যম ব্লুমবার্গ। সেই তালিকায় স্থান পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মোট ২৫টি পরিবার। এর মধ্যে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াল্টন পরিবার। ভারত থেকে দুই পরিবার রয়েছে ব্লুমবার্গের ধনী পরিবারের তালিকায়।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের শেষে বিশ্বের সবচেয়ে ধনী পরিবার হল ওয়ালমার্টের ওয়ালটন পরিবার। তাদের সম্পদের পরিমাণ ৪৩২.৪ বিলিয়ন ডলার। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদ এবং আরবের রাজপরিবারগুলোর সম্পদের চেয়েও যা বেশি। ভারতের মধ্যে থেকে এই তালিকায় জায়গা করে নিয়েছে আম্বানি পরিবার। তারা রয়েছেন অষ্টম স্থানে। আর শাপুরজি পলোনজি মিস্ত্রি পরিবার রয়েছে ২৩তম স্থানে।

ওয়ালটন পরিবারের শীর্ষস্থানে ফিরে আসা

ওয়ালটন পরিবার ব্লুমবার্গের ধনীতম পরিবারের তালিকায় ফিরে এসেছে মূলত ওয়ালমার্টের শেয়ারের কারণে। ১০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত, এ বছরের মধ্যে ওয়ালমার্টের শেয়ারের মূল্য ৮০% বেড়েছে, যা তাদের সম্মিলিত পারিবারিক সম্পদ ১৭২.৭ বিলিয়ন ডলার বাড়িয়ে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তাদের সম্পদ বৃদ্ধির হার ছিল দিনে প্রায় ৪৭৩.২ মিলিয়ন ডলার বা প্রতি মিনিটে ৩২৮,৫৭৭ ডলার।

বিশ্বের শীর্ষ পাঁচ ধনী পরিবার

১. ওয়ালটন পরিবার (ওয়ালমার্ট): ৪৩২.৪ বিলিয়ন ডলারের মালিক তারা, যা কোম্পানির ৪৬% শেয়ার থেকে এসেছে। এই তিন প্রজন্মের পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে। ওয়ালমার্টের ১০,৬০০টিরও বেশি স্টোর রয়েছে।
২. আল নাহিয়ান পরিবার (সংযুক্ত আরব আমিরাত): ৩২৩.৯ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল নাহিয়ান। এই পরিবারটি তেলসমৃদ্ধ অঞ্চল শাসন করে। তা ছাড়া তারা আবুধাবির শেয়ার মার্কেটের ৬৫% নিয়ন্ত্রণ করে।
৩. আল থানি পরিবার (কাতার): ১৭২.৯ বিলিয়ন ডলারের মালিক এই পরিবার তৃতীয় স্থানে রয়েছে। গ্যাস এবং তেলই তাদের মূল সম্পদ।
৪. হারমেস পরিবার (ফ্রান্স): বিলাসবহুল পণ্য প্রস্তুতকারী এই পরিবারের সম্পদের পরিমাণ ১৭০.৬ বিলিয়ন ডলার।
৫. কোখ পরিবার (যুক্তরাষ্ট্র): ১৪৮.৫ বিলিয়ন ডলারের সম্পদসহ তেল ব্যবসায় যুক্ত তিন প্রজন্মের পরিবার।

ভারতের দুটি পরিবার

১. আম্বানি পরিবার: ৯৯.৬ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে অষ্টম স্থানে রয়েছে মুকেশ আম্বানির পরিবার। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বাড়-বাড়ন্ত তাদের সম্পদের মূল উৎস।
২. মিস্ত্রি পরিবার (শাপুরজি পলোনজি): পাঁচ প্রজন্মের এই পরিবার তালিকায় ২৩তম স্থানে, তাদের সম্পদের পরিমাণ ৪১.৪ বিলিয়ন ডলার।

বিশ্বের শীর্ষ ১৫ ধনী পরিবারের তালিকা (২০২৪)

১. ওয়ালটন, ২. আল নাহিয়ান, ৩. আল থানি, ৪. হারমেস, ৫. কোখ, ৬. আল সাউদ (১৪০ বিলিয়ন ডলার), ৭. মার্স (১৩৩.৮ বিলিয়ন ডলার), ৮. আম্বানি, ৯. ভেরথেইমার (৮৮ বিলিয়ন ডলার), ১০. থমসন (৮৭.১ বিলিয়ন ডলার), ১১. জনসন (৭২.৪ বিলিয়ন ডলার), ১২. আলব্রেখট (৬০.২ বিলিয়ন ডলার), ১৩. প্রিৎসকার (৫৯.৪ বিলিয়ন ডলার), ১৪. কারগিল-ম্যাকমিলান (৫৬ বিলিয়ন ডলার), ১৫. ওফার (৫৫.৬ বিলিয়ন ডলার)।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]