প্রকাশ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৬:১২ পিএম আপডেট: ১৩.১২.২০২৪ ৬:১৫ পিএম | অনলাইন সংস্করণ
ভারতের হায়দরাবাদে প্রেক্ষাগৃহের বাইরে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় তেলুগু অভিনেতা আল্লু অর্জুনকে বিচারবিভাগীয় হেফাজতে (রিমান্ডে) দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) পরিবারের লোকজনের উপস্থিতিতে জুবিলি হিলসের বাড়ি থেকে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, গ্রেপ্তারের পর অভিনেতাকে স্থানীয় নামপল্লি আদালতে তোলা হয়। পরে আদালত ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।
গত সপ্তাহে মুক্তি পেয়েছে পুষ্পা ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ভাগ ‘পুষ্পা ২: দ্য রুল’। বৃহস্পতিবার মুক্তির আগে বুধবার বেশ কিছু জায়গায় পেইড প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল। সেখানেই স্বামী এবং সন্তানের সঙ্গে সিনেমা দেখতে যান এক নারী।
সেই হলে আচমকাই হাজির হন আল্লু অর্জুন। তাকে একবার দেখার জন্য ভিড় লেগে যায়। এ সময় হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে মারা যান সেই নারী।
এরপর এ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছিল অভিনেতার নামে। সেই ঘটনার ৮ দিন পর গ্রেপ্তার করা হয় আল্লু আর্জুনকে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ৪ ডিসেম্বর রাতে হায়দরাবাদের সন্ধ্যা সিনেমা হলে অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার ছিল। তেলুগু অভিনেতা সেখানে পৌঁছতেই দর্শক এবং অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের চাপে ভাঙে প্রেক্ষাগৃহের মূল গেট। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। গুরুতর আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন ওই নারীর সন্তান।
আরও পড়ুন