রোববার ২২ ডিসেম্বর ২০২৪ ৭ পৌষ ১৪৩১

শিরোনাম: পরিবর্তন করা হলো বঙ্গবন্ধু রেলসেতুর নাম   শাহবাগে চিকিৎসকদের সড়ক অবরোধ   উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক   গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে শহীদ ৩০, আহত ৩৮৫   শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি   সাবেক মন্ত্রী আনিসুল হকের ব্যাংক হিসাবে ২১ কোটি টাকা   পাকিস্তান থেকে আবারও এলো জাহাজ, রয়েছে যেসব পণ্য   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
দুর্নীতির মামলা
সাবেক ওসি প্রদীপের স্ত্রী চুমকির জামিন স্থগিত
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৭ পিএম আপডেট: ১৩.১২.২০২৪ ৫:৫৯ পিএম | অনলাইন সংস্করণ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের দণ্ডিত স্ত্রী চুমকি কারণের হাইকোর্টের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন। 

একইসাথে ১৩ জানুয়ারি শুনানির জন্য দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী আরশাদুর রউফ, আর আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

এর আগে গত ৮ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি মো. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ চুমকি কারণকে জামিন দেন। ২০২২ সালের ৭ সেপ্টেম্বর হাইকোর্ট এ মামলার আপিল শুনানির জন্য গ্রহণ করেন।

মামলার পটভূমিতে জানা যায়, ২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান নিহত হন। এ মামলায় ২০২২ সালের ৩১ জানুয়ারি প্রদীপসহ দুইজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

এছাড়া ২০২০ সালের ২৩ আগস্ট দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, তারা ৩ কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেছেন এবং সম্পদের তথ্য গোপন ও অর্থপাচার করেছেন। ২০২১ সালের ২৮ জুলাই এ মামলায় অভিযোগপত্র জমা দেয় দুদক।

তদন্তে সম্পদের তথ্য গোপন ও অর্থপাচারের ক্ষেত্রে টাকার অঙ্কে কিছু পরিবর্তন করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, প্রদীপ ও চুমকি ২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং ৪৯ লাখ ৫৮ হাজার ৯৫৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

২০২১ সালের ১ সেপ্টেম্বর অভিযোগপত্রের শুনানি শেষে আদালত তা গ্রহণ করেন। চুমকি কারণ মামলার শুরু থেকেই পলাতক ছিলেন, তবে ২০২২ সালের ২৩ মে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের শেষ দিনে আদালতে আত্মসমর্পণ করেন। এরপর থেকেই তিনি কারাবন্দি।

২০২২ সালের ২৭ জুলাই চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদ প্রদীপকে ২০ বছর এবং চুমকি কারণকে ২১ বছরের কারাদণ্ড দেন। মামলার রায়ে দুদক আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় উভয়ের সাজা ঘোষণা করা হয়।

হাইকোর্টে আপিল বিচারাধীন অবস্থায় চুমকি জামিনের আবেদন করলে রোববার তাকে জামিন দেওয়া হয়। তবে আপিল বিভাগ এ জামিন স্থগিত করে শুনানির নতুন দিন ধার্য করেছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]