প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ১০:৪২ পিএম | অনলাইন সংস্করণ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের আচরণ শেখ হাসিনার মতো হওয়া উচিত নয়। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকায় নবী টাওয়ারে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, সরকারের সমালোচনা করা গণতন্ত্রের অংশ। এটি ব্যর্থতার চিহ্ন নয়। আওয়ামী লীগ যখন দেশের গণতন্ত্র কুক্ষিগত করে রেখেছিল, তখন খালেদা জিয়াকে অত্যাচারিত হতে হয়েছে। তারেক রহমানকে মিথ্যা মামলায় দেশান্তরী করা হয়েছে। বিএনপির নেতাকর্মীদের গুম, খুন, এবং বিনা দোষে কারাগারে পাঠানো হয়েছে। অথচ, এই সময়ে ড. ইউনূস কোনো প্রতিবাদ জানাননি।
তিনি আরও বলেন, ড. ইউনূস একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে তার অবদান জাতির জন্য গর্বের। কিন্তু আওয়ামী লীগের শাসনে জাতি যখন বিপর্যস্ত, তখন জাতি প্রত্যাশা করেছিল তিনি প্রতিবাদ জানাবেন। অথচ সেই সময় তিনি নীরব ছিলেন। তবে, তার প্রতি যখন অন্যায় হয়েছে, তখন বিএনপি ঠিকই প্রতিবাদ করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়কারী নবী উল্লাহ নবী। শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী তুলে দেন রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম, মকবুল হোসেন টিপু এবং শহীদ পরিবারের সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট বিএনপি নেতা ও তরুণ ব্যবসায়ী—সমাজসেবক ফেরদৌস হোসেন রনি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রচার সম্পাদক আব্দুল হাই পল্লব, মহানগর বিএনপির সদস্য আবুল হাসেম, ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এসএম রেজা চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান এবং অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।