প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৭:০০ পিএম | অনলাইন সংস্করণ
সরকারি ও সাপ্তাহিক ছুটিসহ কোর্টের অবকাশে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারিক কার্যক্রম পরিচালনায় ৮টি অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
বেঞ্চ গঠন সংক্রান্ত প্রধান বিচারপতি সইকৃত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তির ভাষ্য মতে, আগামী ১৯ ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি পর্যন্ত হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনায় ৮টি অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছে। এর মধ্যে তিনটি একক এবং বাকি ৫টি দ্বৈত বেঞ্চ রয়েছে।