প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২:৫৭ পিএম | অনলাইন সংস্করণ
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন
দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীর পরিপূর্ণ সক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ৮৫তম বাফা কোর্সে নতুন ক্যাডেট কমিশনারদের নিয়ে যশোরে বিমান বাহিনীর একাডেমিতে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি একথা বলেন।
বিমান বাহিনী প্রধান বলেন, ১৯৭১ সালে নিম্নমানের মাত্র তিনটি বিমান দিয়ে বিমান বাহিনীর যাত্রা শুরু হলেও বর্তমানে দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই বাহিনীর রয়েছে পরিপূর্ণ সক্ষমতা।
তিনি বলেন, কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিটিও কম সময়ের মধ্যে পরিপূর্ণ ঘাঁটিতে রূপান্তরিত হবে। সেই সাথে দেশের যে কোনো ক্লান্তি লগ্নে তা মোকাবেলায় বাহিনী সদস্যরা সদা প্রস্তত রয়েছেন।
এসময় তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের সাথে জুলাই-আগস্টের আন্দোলনে শহীদেরও স্মরণ করেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
এবারের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে কমিশন লাভ ও দেশের আকাশ রক্ষার শপথ নিলেন বিমান বাহিনীর ৭৪ জন কর্মকর্তা।