বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি আজ   শমী কায়সারের জামিন স্থগিত   তারেক রহমান কবে ফিরবেন জানালেন মির্জা ফখরুল   সার্বভৌমত্ব রক্ষায় পরিপূর্ণ সক্ষম বিমান বাহিনী   জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস   চলতি বছর বিশ্বে ৫৪ সাংবাদিক হত্যা, অধিকাংশই ইসরায়েলের হাতে   শহীদ বুদ্ধিজীবী দিবসের যেসব কর্মসূচি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সাবেক সচিবের চুরি যাওয়া ১০ লাখ টাকাসহ গাড়িচালক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ১:৫৪ পিএম | অনলাইন সংস্করণ

রাজধানীর পল্টনে সাবেক অতিরিক্ত সচিবের গাড়ি থেকে চুরি হওয়া ১০ লাখ ৭ হাজার টাকা উদ্ধারসহ গাড়িচালক জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

গত মঙ্গলবার খুলনার খান জাহান আলী থানার কাজীপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পল্টন থানা পুলিশ। 

গতকাল বুধবার ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জাহিদ দুই মাস ধরে পল্লবীর স্বপ্ননগর আবাসিক এলাকার বাসিন্দা স্থানীয় সরকার বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব (প্রশাসন) নিখিল রঞ্জন রায়ের গাড়িচালক হিসাবে চাকরি করতেন। ৫ ডিসেম্বর নিখিল রঞ্জন ও তার স্ত্রী পল্টনের জেনারেল পোস্ট অফিস (জিপিও) থেকে ১১ লাখ টাকা তোলেন। ওই টাকা তাদের ব্যক্তিগত গাড়ির ভেতরে রেখে গাড়িচালক জাহিদকে গাড়ি লক করে জিপিওর ভেতরে পার্কিংয়ে থাকতে বলেন। 

এরপর তারা বিপরীত পাশে জুয়েলার্সের দোকানে কেনাকাটা করে ফিরে এসে দেখেন গাড়ি আছে কিন্তু চালক নেই। জাহিদের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে কিছুক্ষণের মধ্যে আসছে জানিয়ে বন্ধ করে দেয়। তারা দেখেন গাড়ির ভেতরে রাখা টাকার ব্যাগটি নেই। এ ঘটনায় নিখিল রঞ্জন পল্টন থানায় চুরির মামলা করেন।

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় জাহিদের অবস্থান শনাক্ত করে খুলনার খান জাহান আলী থানার কাজীপাড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে চুরি হওয়া দশ লাখ সাত হাজার টাকা উদ্ধার করা হয়। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]