প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৩ এএম | অনলাইন সংস্করণ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াতে ইসলামী এখন অনেক স্মার্ট দল হয়ে উঠেছে।’
গতকাল বুধবার (১১ ডিসেম্বর) যুক্তরাজ্য বিএনপির কার্যকরী কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের আরেকটা দল আছে বাংলাদেশে। জামায়াতে ইসলামী। ওরা কিন্তু আপনাদের চেয়েও স্মার্ট হয়ে গেছে। আপনারা কি আমার সঙ্গে এগ্রি করেন?’
এসময় উপস্থিত নেতা-কর্মীরা 'ইয়েস', 'ইয়েস' বলে সায় দেন।
ফখরুল বলেন, 'আমরা কেন ওদের সঙ্গে লড়াই পারছি না? এই জায়গাটা কারণ হচ্ছে যে আমরা টেকনোলজিতে পিছিয়ে গেছি। আমরা ডিভাইসে পিছিয়ে গেছি। আমরা নলেজ-বেজড দল তৈরি করতে পারিনি এখন পর্যন্ত।'
এখনকার যুদ্ধ হলো সাইবার ওয়ার উল্লেখ করে যে ডিভাইসের মাধ্যমে বেশি মানুষের কাছে তথ্য পৌঁছানো যাবে সেগুলো ব্যবহার করতে নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন মির্জা ফখরুল।
ভাষা আন্দোলন থেকে ছাত্র যুবকরাই আন্দোলন করেছে দাবি করে তিনি আরও বলেন, 'যুবকরা রক্ত না দিলে কি শেখ হাসিনা পালাতেন না। এটার প্রতিদান দেওয়া সম্ভব না।'