প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ১২:২৫ এএম | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) নিশ্চিত করেছে যে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সৌদি আরবে। এই ঘোষণা আসে বুধবার (১১ ডিসেম্বর) ফিফা কংগ্রেসে, যেখানে সৌদি আরব এককভাবে আয়োজক হওয়ার জন্য আবেদন করেছিল এবং তাদের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বীও ছিল না।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের জন্য একমাত্র আবেদনকারী ছিল। ফিফা সদস্যদের ভোট দেওয়ার প্রক্রিয়াটি ছিল কিছুটা ভিন্ন ধরনের। ভোটারদের বলা হয়েছিল ২০৩০ সালের বহুজাতিক আয়োজক এবং ২০৩৪ সালের সৌদি আরবকে একসঙ্গে ভোট দিতে হবে। আলাদাভাবে ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না।
২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকায়। ২০৩০ সালের বিশ্বকাপের আয়োজন পেয়েছে স্পেন, পর্তুগাল এবং মরক্কো, যেখানে উদ্বোধনী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়েতে। এরপর ২০৩৪ সালে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যে, যার আয়োজক সৌদি আরব।
ব্রিটিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এবং জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে ভোট দিয়েছে। তবে নরওয়ের ফুটবল অ্যাসোসিয়েশন ভোট দেওয়া থেকে বিরত ছিল বলে জানিয়েছে বিবিসি স্পোর্টস।
সৌদি আরবে বিশ্বকাপ আয়োজন নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। মানবাধিকার সংগঠনগুলো সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। তবে এর আগে ২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। এরপর ২০৩০ সালে ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় আয়োজনের পর ২০৩৪ সালে বিশ্বকাপের আসর বসবে সৌদি আরবে।