বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা, বিপাকে জনজীবন   সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার ভেন্টিলেশনে   দেশের ৩ নৌরুটে ফেরি চলাচল বন্ধ, ভোগান্তি   ঢাকায় আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট   আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল   ঘন কুয়াশায় ফেরি বন্ধ, পারের অপেক্ষায় শতাধিক যানবাহন   মালয়েশিয়ায় ২৬ হাজার প্রবাসী পাসপোর্ট সমস্যায়   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
খাল থেকে অভিনেত্রীর ছেলের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৯:৪৭ পিএম | অনলাইন সংস্করণ

কয়েকদিন ধরেই নিখোঁজ ছিল অভিনেত্রী স্বপ্না সিংয়ের ১৪ বছর বয়সী ছেলে সাগর গাংওয়ার। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। অভিনেত্রী স্বপ্না ‘ক্রাইম পেট্রোল’ থেকে শুরু করে ‘মাতি কী বান্নু’সহ ছোটপর্দার একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।

শনিবার (৭ ডিসেম্বর) ছেলের খোঁজ পাওয়ায় অভিনেত্রীর ভাই থানায় অভিযোগ দায়ের করেছিলেন। শেষমেশ উত্তরপ্রদেশের বরেলিতে অভিনেত্রী স্বপ্না সিংয়ের ছেলে সাগরের মরদেহ পাওয়া যায়।

পুলিশি তদন্তে জানা য়ায়, অতিরিক্ত মাদক সেবনের কারণে মৃত্যু হয় সাগরের। বন্ধুদের সঙ্গে মাদকসেবন করেছিলেন তিনি। মাদক সেবন শেষে সেখানেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর তার সঙ্গে থাকা দুই বন্ধু সাগরের দেহ ধাক্কা মেরে খালে ফেলে দেয়।

অভিযুক্ত দুই বন্ধুর নাম- অনুজ এবং সানি। তারপর তাৎক্ষণিক সেই স্থান ত্যাগ করে পালিয়ে যান সাগরের দুই বন্ধু। তবে পালানোর সময় সিসিটিভি ক্যামেরার তাদের ছবি ধরা পড়ে। সেই সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে সাগরের দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে ছেলের রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে বরেলিতে প্রতিবাদ-বিক্ষোভ করেছিলেন স্বপ্না সিং। মিছিলে জোর গলায় তোলা হয় অভিযুক্তদের শাস্তির দাবি।

এই ঘটনায় ভুটা থানা অফিসার সুনীল কুমার বলেছেন, ‘তদন্তে অনুজ এবং সানি স্বীকার করেছে- তারা সাগরের সঙ্গে মাদক সেবন করেছিল এবং অতিরিক্ত মাদক সেবনের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাগরের। গোটা পরিস্থিতি দেখে আতঙ্কে সাগরের মরদেহ অন্য এক জায়গায় ফেলে তারা পালিয়ে যায় তারা।’

পুলিশি সূত্রে আরও জানা যায়, মৃত কিশোর বরেলির আনন্দ বিহার কলোনিতে তার মামা ওম প্রকাশের বাড়িতে থাকতেন। সেখানে আদালাখিয়া গ্রাম সংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]