বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা, বিপাকে জনজীবন   সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার ভেন্টিলেশনে   দেশের ৩ নৌরুটে ফেরি চলাচল বন্ধ, ভোগান্তি   ঢাকায় আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট   আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল   ঘন কুয়াশায় ফেরি বন্ধ, পারের অপেক্ষায় শতাধিক যানবাহন   মালয়েশিয়ায় ২৬ হাজার প্রবাসী পাসপোর্ট সমস্যায়   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী
কী ঘটতে পারে ২০২৫ সালে!
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৭:০১ পিএম | অনলাইন সংস্করণ

আসন্ন নতুন বছর ২০২৫ সালকে ঘিরে নানা পরিকল্পনার পাশাপাশি আলোচনা হচ্ছে ভবিষ্যদ্বাণী নিয়েও। এবার আলোচনায় ফ্রান্সের জ্যোতির্বিদ নস্ত্রাদামুস। ১৫ শতকে এই দার্শনিক তার লেখায় ভবিষ্যতের নানা ইঙ্গিত দিয়ে গেছেন।

২০২৪ সাল বিদায়ের পথে, আর দরজায় কড়া নাড়ছে ২০২৫। আগামী বছর কী হতে পারে তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। নতুন বছরে বিশ্ব একটি গুরুত্বপূর্ণ মোড়ে প্রবেশ করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। অনেকেরই বিভিন্ন ভবিষ্যদ্বাণী সামনে আসছে। তাদের মধ্যে একজন হলেন নস্ত্রাদামুস।
 
পনেরো শতকে ফরাসি জ্যোতির্বিদ নস্ত্রাদামুস আসন্ন বছর নিয়ে কাব্যিক চতুষ্পদী শ্লোকের মাধ্যমে দিয়ে গেছেন ভবিষ্যদ্বাণী। তার লেখা বিশ্লেষণ করে গবেষকেরা কিছু ইতিবাচক ও নেতিবাচক ঘটনা পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত হতে যাচ্ছে, ইউরোপের যুদ্ধ বন্ধের ভবিষ্যৎবাণী। 
 
ধারণা করা হচ্ছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কথাই বলেছেন তিনি। তবে যুদ্ধ শেষ হলেও আর্থিক ও সামাজিক প্রভাব কাটিয়ে উঠতে সময় লাগবে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।
 
যুক্তরাজ্যের জন্য আগামী বছর চ্যালেঞ্জিং হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীতে প্লেগের মতো মহামারি ও যুদ্ধের ইঙ্গিত রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এর প্রভাব বর্তমান রাজপরিবারের বিভাজন ও রাজনৈতিক টানাপোড়েনের প্রতীক হতে পারে।
 
এছাড়া, একটি বিশাল গ্রহাণু পৃথিবীর কাছাকাছি আসতে পারে এবং এটির সঙ্গে পৃথিবীর সংঘর্ষও হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এই ধরনের ঘটনা মানবজাতির জন্য একটি সতর্কবার্তা হতে পারে। তবে, প্রতি বছরই অনেক গ্রহাণু পৃথিবীর খুব কাছে চলে আসে। 
 
এর আগে নস্ত্রাদামুসের বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী সত্য বলে প্রমাণিত হয়েছে। এর মধ্যে হিটলারের আধিপত্য, যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে হামলা ও করোনা মহামারি উল্লেখযোগ্য।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]