প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৬:৩১ পিএম | অনলাইন সংস্করণ
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার ২০২৫-২০২৬ সেশনের কার্যকরী কমিটি প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখা কমিটির দায়িত্বশীলগণ।
জানা যায়, দীর্ঘ ১৫ বছর বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন উপজেলা কমিটি প্রকাশ না পেলেও বর্তমানে আগাম বছরের কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে অভিনন্দন জানানো হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখার বর্তমান সভাপতি মোঃ জাকির হোসাইনের কাছে জানতে চাইলে বলেন, খাগড়াছড়ি জেলা কমিটির বায়তুল মাল সম্পাদক মোঃ আবু ইউসুফের নেতৃত্বে উপজেলার দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে আগামী ২০২৫-২০২৬ সেশনের উপজেলা কমিটির দায়িত্বশীল গনের নাম ঘোষনা করেন।
তন্মধ্যে পানছড়ি উপজেলা শাখার সভাপতি পদে মো. জাকির হোসেন, সহ সভাপতি পদে মোঃ আব্দুর রহিম, সেক্রেটারি পদে হাফেজ মোঃ নুরুজ্জামান বায়তুল মাল সম্পাদক পদে মাওলানা মোঃ আব্দুল খালেক ও প্রচার সম্পাদক পদে মোঃ আবুল কাশেমের নাম ঘোষণা করেন।