প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৩:৫৩ পিএম | অনলাইন সংস্করণ
ভিক্ষুক ভরত জৈন
ভারত জৈন মুম্বাইয়ের রাস্তায় ৪০ বছরেরও বেশি সময় ধরে ভিক্ষা করেছেন। বর্তমানে শহরের অন্যতম ধনী ব্যক্তি তিনি। তার সম্পত্তির পরিমাণ প্রায় ৭ কোটি ৫০ লাখ রুপি!
ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে, জৈনকে বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক হিসেবে বিবেচনা করা হয়। তিনি মাসে ৬০ হাজার থেকে ৭৫ হাজার রুপি আয় করেন।
প্রতিদিন তার আয় ২ হাজার থেকে ২ হাজার ৫০০ রুপি পর্যন্ত। তিনি মুম্বাইয়ে বেশ কয়েকটি বাড়ির মালিক। এর মধ্যে দুটি ফ্ল্যাটের মূল্য ১ কোটি ৪০ লাখ রুপি এবং দুটি দোকান থেকে প্রতি মাসে ভাড়া পান ৩০ হাজার রুপি।
তিনি এটিকে প্রয়োজন নয়, বরং একটি স্বাধীন পছন্দ হিসেবে দেখেন। তিনি তার আয় থেকে মন্দির এবং দাতব্য কাজে দান করে সমাজের প্রতি তার ঋণ শোধ করেন। তার দুই ছেলে ভালো শিক্ষা পেয়েছেন। এখন পারিবারিক ব্যবসায় তারা ব্যস্ত থাকেন। একটি স্টেশনারি দোকান চালান তারা।
ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে, সম্ভাজি কালের ১ দশমিক ৫ কোটি রুপি এবং লক্ষ্মী দাসের ১ কোটি রুপি সম্পদ রয়েছে। এই দুজনের মতো আরও কোটিপতি নয়তো অন্তত লাখোপতি ভিক্ষুক রয়েছেন।