প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৯ পিএম আপডেট: ১০.১২.২০২৪ ১১:৪৫ পিএম | অনলাইন সংস্করণ
স্বর্ণ চোরাচালান মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ কাজী মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত দেড়টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান নিশ্চিত করেছেন।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ এপ্রিল উত্তরা পূর্ব থানায় দায়ের হওয়া স্বর্ণ চোরাচালান মামলার তদন্ত শেষে মোহাম্মদ কাজী মাহবুবুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
বিচারকাজ শেষে মাহবুবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২৬ মে অতিরিক্ত মহানগর দায়রা আদালত-৬ তাকে ১৪ বছরের সাজা প্রদান করেন। মামলা চলমান অবস্থায় তিনি আদালত থেকে জামিন নেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।