প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৫:৪৯ পিএম | অনলাইন সংস্করণ
পাবনায় নানান আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় পাবনা জেলা প্রশাসক কার্যলয় এর সামনে থেকে আন্তর্জাতিক মানব অধিকার দিবস উপলক্ষে সেন্টার ফর ইনফোর্সমেন্ট অফ হিউম্যান রাইটস এন্ড লিগেল এইড এর পাবনা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব ও পাবনা জেলা কমিটির সভাপতি নুর আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগঠনিক সচিব ও জেলা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, পাবনা সদর উপজেলা কমিটির সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ সংগঠনের জেলা ও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মানবাধিকার কর্মী ও সুশীল সমাজ।