প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৩:২২ পিএম | অনলাইন সংস্করণ
স্বাধীন তদন্ত কমিশন গঠনের মাধ্যমে সশস্ত্র বাহিনীতে ব্রিটিশ সামরিক আইন সংস্কারের দাবিসহ ৫ দফা রূপরেখা দিয়েছে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যের সংগঠন ‘জাস্টিস ফর কমরেডস’।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সশস্ত্র বাহিনীতে চাকরিচ্যুতি, সাবেক সদস্যদের আটক ও গুমের চেষ্টা নিয়ে ঢাকা রিপোর্টারস ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান জাস্টিস ফর কমরেডসের বক্তারা।
এসময় বক্তারা বলেন, যারা সাবেক কর্মকর্তাদের গ্রেপ্তার করেছে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। পতিত শেখ হাসিনার দোসররা বিভিন্ন বাহিনীর মধ্যে থেকে দেশে বিভাজন তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন বক্তারা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সেনা কর্মকর্তা কর্নেল মো. শাহনুর রহমান, বাংলাদেশ নৌবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট ইমরান কাজলসহ আরও অনেকে।