প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ১২:১৬ এএম | অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ও গোমস্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার ছত্রজিতপুর ও গোমস্তাপুর উপজেলার তেঁতুলতলা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর কালিনগর গ্রামের মো. মিজানুর রহমান (৪৫) ও তার ছেলে সাগর হোসেন (১৮) এবং গোমস্তাপুর উপজেলার খোদা বক্সের ছেলে বাবর আলী (২৮)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, দুপুর সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর বহালাবাড়ি এলাকায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হন। মরদেহ উদ্ধার করা হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল বাসার বলেন, বাবর আলী নিজ বাড়ি থেকে ভ্যান নিয়ে রহনপুরের দিকে যাচ্ছিলেন। তেঁতুলতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন এই ভ্যানচালক।