প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৪ পিএম | অনলাইন সংস্করণ
বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় জাতীয় মাছ পাঙ্গাস বলে ভাইরাল হওয়া শিশু রিফাত সৌদি প্রবাসী শাহজাহানের অর্থায়নে যাচ্ছেন ওমর পালন করতে যাচ্ছেন মক্কা মদিনায়।
যদিও রিফাত এখন জাতীয় মাছ এবং ফুলের নাম বলতে পারে ঠিকঠাকই। কিন্তু এক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পাঙ্গাসকে জাতীয় মাছ বলেন রিফাত।
মাদ্রাসা শিক্ষার্থী রিফাত জাতীয় মাছ পাঙ্গাস বলে পরিচিতি পায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে রিফাত যাচ্ছেন উমরা পালন করতে।
শিশু রিফাতের সাথে দরিদ্র বৃদ্ধ তোতা মিয়া, রিফাতের মাদ্রাসার শিক্ষকসহ মোট ৬ জন যাচ্ছেন পবিত্র ওমরা পালন করতে।
উমরা পালনের মোট ৯ লক্ষ টাকায় দিচ্ছেন সৌদি প্রবাসী শাহজাহান। অভাব অনটনের সংসারে ওমরা হজে যেতে পেরে রিফাতসহ তার সাথীরা সৌদি প্রবাসী শাহজাহানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।