বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: মালয়েশিয়ায় ২৬ হাজার প্রবাসী পাসপোর্ট সমস্যায়   জামায়াতে ইসলামী এখন অনেক স্মার্ট: ফখরুল   প্রাথমিক শিক্ষায় শতভাগ পদোন্নতির প্রতিশ্রুতি হাসনাতের   ঢাকা সফর নিয়ে দিল্লিতে সংসদ সদস্যদের সঙ্গে বিক্রম মিশ্রির ব্রিফ   বিজয় দিবসে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ   দেশে সোনার দাম আবারও বাড়লো   বাংলাদেশ ইস্যু নিয়ে বিজেপি রাজনীতি করছে: মমতা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
পেশাদার ফুটবল থেকে অবসরে নানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ১০:২১ পিএম | অনলাইন সংস্করণ

ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিস্টিয়ানো রোনালদো, ওয়েইন রুনি ও কার্লোস তেভেজদের মতো ফুটবলারদের সঙ্গে খেলেছেন নানি। তবে এত তারকার ভিড়েও নিজের জাত চিনিয়েছিলেন পর্তুগিজ উইঙ্গার।

পর্তুগালের আক্রমণভাগে রোনালদোর সঙ্গী ছিলেন দীর্ঘদিন।  
তবে এখন থেকে আর পেশাদার ফুটবল মাঠে দেখা যাবে না নানিকে। ৩৮ বছর বয়সে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। সর্বশেষ তাকে পর্তুগালের শীর্ষ লিগের ক্লাব এস্ত্রেলা আমাদোরার হয়ে খেলতে দেখা গেছে। এটি তার নিজ শহরের ক্লাব। অবসরের পর নিজের পরিকল্পনা নিয়ে কিছুই খোলাসা করেননি তিনি। তবে শিগগিরই খুশির সংবাদ দেবেন বলে জানিয়েছেন।

১৯ বছরের ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত জানিয়ে এক্স-এ তিনি লিখেছেন, ‘বিদায় বলার সময় এসেছে। পেশাদার ফুটবলার হিসেবে আমার ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। অবিশ্বাস্য এক যাত্রা ছিল। ক্যারিয়ারের উত্থান-পতনে যারা আমাকে সহায়তা ও সমর্থন করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ার আমাকে অনেক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। সময় হয়েছে জীবনে নতুন অধ্যায় যোগ করার। নতুন লক্ষ্যে এবং স্বপ্নে মনোযোগ দিতে চাই। শিগগিরই দেখা হবে। ’

নানির ক্লাব ক্যারিয়ার শুরু হয় ২০০৫ সালে, নিজ দেশের ক্লাব স্পোর্তিং সিপির জার্সিতে। এই ক্লাবের হয়ে দুই বছর খেলেন তিনি। এরপর স্যার অ্যালেক্স ফার্গুসনের ডাকে ২১ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বকালের সেরা কোচের অধীনে প্রথম মৌসুমেই চ্যাম্পিয়নস লিগ জেতেন নানি।  

৮ বছরে ইউনাইটেডের জার্সিতে ১টি ক্লাব বিশ্বকাপ ও ৪টি প্রিমিয়ার লিগ জেতার স্বাদও পেয়েছেন নানি। ২৩০ ম্যাচ খেলে করেছেন ৪১ গোল। এরপর খেলেছেন ফেনেরবাচ, ভালেন্সিয়ার জার্সিতে। ২০০৬ সালে পর্তুগালের জার্সি গায়ে চাপানোর পর খেলেছেন ১১২ ম্যাচ। এই সময়ে গোল করেছেন ২৪টি। রোনালদোর নেতৃত্বে ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি।

২০১০/১১ মৌসুমে ইউনাইটেডের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন নানি। প্রিমিয়ার লিগের বর্ষসেরা একাদশেও স্থান পান তিনি। তার ১৪টি লিগ অ্যাসিস্ট ওই মৌসুমের সর্বোচ্চ। ২০১৪-১৫ মৌসুমে ধারে স্পোর্তিংয়ে খেলতে গিয়ে পরের মৌসুমে ফেনেরবাচে যোগ দেন তিনি। এছাড়া খেলেছেন ভালেন্সিয়া, লাৎসিও, ওরলান্ডো সিটি, মেলবোর্ন ভিক্টরির মতো ক্লাবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]