প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৩:২৫ পিএম | অনলাইন সংস্করণ
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
সোমবার (৯ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি পৌর টাউন হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশন রাঙ্গামাটি কার্যালয়ের উপপরিচালক মোঃ জাহিদ কালামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সচেতন নাগরিক কমিটি (সনাক), খাগড়াছড়ি জেলা কমিটির আয়োজনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, দুপ্রক খাগড়াছড়ির সভাপতি অ্যাড, জসিম উদ্দিন মজুমদার, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর খাগড়াছড়ি কমিটির সদস্য মোহাম্মদ জহুরুল আলম প্রমুখ।