বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে ব্যাটিংয়ে টাইগাররা   চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান   ই-সিগারেট আমদানি নিষিদ্ধ   অবকাশে হাইকোর্টের বিচারিক কার্যক্রম চলবে ৮ বেঞ্চে   সিরিয়ার শান্তি নষ্ট করছে ইসরায়েল: তুরস্ক   ভারতের সাথে মর্যাদা ও ন্যায্যতার সম্পর্ক চাই: ববি হাজ্জাজ   সার্ক সক্রিয় না হওয়ার কারণ জানালেন প্রধান উপদেষ্টা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সিরিয়ার কুখ্যাত কারাগার থেকে মুক্তি পেল বন্দিরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ২:১০ পিএম | অনলাইন সংস্করণ

সিরিয়ার বিদ্রোহীদের বিজয়ের পর বাশার আল-আসাদের ভয়ংকর ও কুখ্যাত কারাগার থেকে মুক্তি পেয়েছেন প্রায় দেড় লাখ বন্দি। এখানে লাখো বিরোধী সমর্থকের ওপর নির্যাতন ও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

বাশারের শাসনামলে কারাগারগুলো ছিল নির্মম নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের প্রতীক। এই কারাগারগুলো থেকে ১ লাখ ৩৭ হাজারের বেশি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে একজন হালা, যিনি ২০১৯ সালে গ্রেপ্তার হয়েছিলেন। কারাগারে তিনি নামের বদলে পরিচিত ছিলেন ‘১১০০’ হিসেবে। কারাগারের দুঃসহ স্মৃতি তুলে ধরে হালা বলেন, ‘আমরা বিশ্বাস করতে পারছিলাম না, এটি সত্যি যে আমরা মুক্ত। এটি যেন আমার নতুন জন্ম।’

অপর এক বন্দি সাফি আল-ইয়াসিনের মুক্তি ছিল তার জীবনের সেরা মুহূর্ত। আলেপ্পোর কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি বলেন, ‘এটি যেন আমার জীবনের প্রথম দিন।’ 

সাফি ২০১১ সালে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ৩১ বছরের সাজা পেয়েছিলেন এবং ১৪ বছর ধরে নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, বাশারের কারাগারগুলোতে বন্দীদের ব্যাপক নির্যাতন, অনাহার, এবং শারীরিক-মানসিক অত্যাচারের প্রমাণ রয়েছে। সাইদিনায়ার কুখ্যাত কারাগারকে ‘মানব কসাইখানা’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল।

মুক্তিপ্রাপ্তদের প্রত্যেকের জীবন যেন নতুন করে শুরু হলো। মাহের নামের আরেক বন্দি বলেন, ‘আমরা দরজা ভেঙে বেরিয়ে বিপ্লবীদের আলিঙ্গন করলাম, আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় সিজদাহ করলাম।’ 

বিদ্রোহীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুক্তিপ্রাপ্তরা বলছেন, ‘আমরা যেন নতুন জীবনে ফিরে এসেছি।’

বাশার আল-আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়া একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। মুক্তিপ্রাপ্ত বন্দিদের দুঃসহ অভিজ্ঞতা বিশ্বকে চমকে দিয়েছে এবং বাশার শাসনের নির্মম বাস্তবতা সামনে এনেছে।

বিদ্রোহীরা দামেস্ক দখলের পর প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পালিয়ে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]