প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৮ এএম | অনলাইন সংস্করণ
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যুব এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারতকে হরিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
আবার এদিন রাতে ওমানের মাসকাটে জুনিয়র নারী এশিয়া কাপ হকিতে ভারতের কাছে ১৩-১ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
গতকাল রোববার এই দুটি সংবাদই এসেছে মধ্যপ্রাচ্যের দুই দেশ থেকে।
এর তিন দিন আগে যে শহর থেকে বিশ্বকাপের টিকিট নিয়ে এসেছে যুব হকি দল সেই শহরেই একই প্রতিযোগিতায় খাবি খাচ্ছেন অনভিজ্ঞ মেয়েরা।
চীনের কাছে ১৯ গোল খেয়ে এশিয়া পর্যায়ে অভিষেক হয়েছিল বাংলাদেশের মেয়েদের। দ্বিতীয় ম্যাচে ১৩ গোল হজম। দুই ম্যাচের ঝুলিতে ৩২ গোল। ভারতের বিপক্ষে স্বান্তনা একটি গোল পরিশোধ করা। গোলটি করেছেন বাংলাদেশ অধিনায়ক অর্পিতা পাল।
গ্রুপে বাংলাদেশ পরের দুই ম্যাচ খেলবে মালয়েশিয়া ও থাইল্যান্ডের বিপক্ষে।