প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৬ এএম | অনলাইন সংস্করণ
ঈশ্বরদীতে টিসিবির পণ্য বিতরণ নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ১৫ জন। এসময় বেশ কয়েকটি বাড়িতে হামলা চালানো হয়।
রোববার (৮ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত শরিফুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অন্যবারের মতো এবারো বিকেল সাড়ে ৩টার দিকে বহরপুরে টিসিবির পণ্য বিতরণ করতে আসে ডিলার ও তার লোকজন। এসময় টিসিবির কার্ডের সুবিধাভোগীরা ছাড়াও গ্রামের বেশকিছু লোকজন পণ্য নেওয়ার চেষ্টা করলে কার্ডধারীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়। পরে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ওবায়দুল হকের লোকজন গ্রামের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।