প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ১২:১৮ এএম | অনলাইন সংস্করণ
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণের মুখে সিরিয়া ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আর এই সুযোগে সিরিয়ার বিশাল এলাকা দখল করেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল।
আলজাজিরার প্রতিবেদনে আরো বলা হয়, রবিবার আসাদ সরকারের পতনের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীকে ১৯৭৪ সালের যুদ্ধবিরতি চুক্তি দ্বারা প্রতিষ্ঠিত অধিকৃত গোলান মালভূমির মাঝে অবস্থিত জাতিসংঘের দেওয়া ‘বাফার জোন’ দখলের নির্দেশ দিয়েছেন।
সেনাবাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘সিরিয়ার সঙ্গে স্বাক্ষরিত ১৯৭৪ সালের চুক্তি ভেঙ্গে গেছে এবং সিরিয়ার সৈন্যরা তাদের অবস্থান ত্যাগ করেছে, যার ফলে এই এলাকাগুলো ইসরায়েলের দখল নেওয়া অতি জরুরি। কেননা, আমরা কোনো শত্রু শক্তিকে আমাদের সীমান্তে নিজেদের প্রতিষ্ঠা করতে দেব না।’
নেতানিয়াহুর এই ঘোষণার পরপরই প্রায় ৫০ বছর পর প্রথমবারের মতো সীমান্ত অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছে ইসরায়েলি যুদ্ধ ট্যাংক।