প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ১২:০৭ এএম | অনলাইন সংস্করণ
আবারও ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে পরিস্থিতি দেখার এবং প্রতিবেদন তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (৮ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিকদের এ আহ্বান জানান তিনি।
ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর।
ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে শফিকুল আলম বলেন, আমরা তাদের বলতে পারি আপনারা আসুন। এসে মাঠে থেকে রিপোর্ট করে যান। ঘটনাস্থলে না গিয়ে কারও মুখের কথায় কোনো প্রতিবেদনে সত্যতা নিশ্চিত হওয়া যায় না। সেজন্য আমরা তাদের আমন্ত্রণ জানিয়েছি।
তিনি বলেন, আমরা স্বচ্ছতায় বিশ্বাসী। বিশ্বাস করি যে, তারা এখানে আসলে ভারতের টিভি ও গণমাধ্যমে যে অপতথ্য ছড়ানো হচ্ছে তা অনেকাংশে দূরীভূত হবে।
আরেক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, প্রতিনিধি পাঠাবেন, কী পাঠাবেন না, সেটা তাদের সিদ্ধান্ত। কিন্তু অনেক গণমাধ্যম তো সত্য কভারেজে বিশ্বাসী না। তারা দেখছেন মিথ্যা চলে ভালো। সত্যতাটা মানুষের অতো বেশি নজর কাড়ে না। এজন্য হয়তো তারা আসছেন না। কিন্তু আমাদের আমন্ত্রণ সবার প্রতি।