বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: চলে গেলেন সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার   সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা, বিপাকে জনজীবন   সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার ভেন্টিলেশনে   দেশের ৩ নৌরুটে ফেরি চলাচল বন্ধ, ভোগান্তি   ঢাকায় আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট   আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল   ঘন কুয়াশায় ফেরি বন্ধ, পারের অপেক্ষায় শতাধিক যানবাহন   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা আরফান নিশোর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ১২:০৫ এএম | অনলাইন সংস্করণ

দেশের জনপ্রিয় অভিনেতা আরফান নিশো। রোববার (৮ ডিসেম্বর) এ অভিনেতার জন্মদিন। দীর্ঘ বিরতির পর অবশেষে পর্দায় ফিরছেন নিশো। জন্মদিন উপলক্ষে ভক্তদের নিজের নতুন সিনেমার কথা জানালেন তিনি।

শিহাব শাহীনের পরিচালনায়  ‘দাগি’ নিয়ে আসছেন নিশো। নায়িকা হিসেবে বিপরীতে থাকছেন ‘সুড়ঙ্গ’ খ্যাত তমা মির্জা। আরও থাকবেন সুনেরাহ বিনতে কামাল। 

নতুন সিনেমার ঘোষণা দিয়ে রোববার সন্ধ্যায় এক ভিডিওবার্তায় নিশো বলেন, ‘এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পাইলে কি আর দাগী হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগীর সঙ্গে দেখা হবে ঈদে! একটা কথা মনে রাখবা, তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে, ক্লিয়ার।’ 

নিশো যখন নতুন ছবির ঘোষণা দিচ্ছেন তখন তার পাশেই ছিলেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল ও পরিচালক শিহাব শাহীন।

এভাবেই নতুন সিনেমা ‘দাগি’র খবর দিলেন নিশো। সেটাও কি না নিজের জন্মদিনেই। এদিন যে নিশো কিছু একটা জানাবেন এ খবর প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই থেকে আগেই জানানো হয়েছিল।

ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টার ল্যান্ড করতেই এন্ট্রি নিলেন নিশো। চোখজোড়া ঢাকা কালো চশমায়। এরপরই নেমে এলেন তমা মির্জা। সৌন্দর্যের দ্যুতি ছড়ালেন তিনিও। সবশেষ যোগ দিলেন শৈল্পিক সুন্দরী সুনেরাহ বিনতে কামাল। তাদের সঙ্গে প্রযোজক রেদওয়ান রনি ও শাহরিয়ার শাকিলেরও দেখা মিলল এক ঝলক।

নির্মাতা শিহাব শাহীন গণমাধ্যমকে জানান, ‘দাগি’ একটি গল্পনির্ভর সিনেমা এবং এ সিনেমার হিরো এর গল্প। নির্মাতা বলেন, ‘মুক্তি আর প্রায়শ্চিত্যের গল্প এটি। নতুন কিছুই দর্শক দেখতে পাবে। এই ধরনের গল্প এখানকার দর্শক দেখেনি আগে। গত দুই বছর ধরে গল্পটি নিয়ে কাজ করছি।’

তমা মির্জা বলেন, ‘এটা আমার জন্য একই সঙ্গে চ্যালেঞ্জের এবং প্রশান্তির। দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারছি কি না, সেটা একটা চ্যালেঞ্জ, অন্যদিকে প্রশান্তি হলো দেরি করে ফিরলেও ঠিকঠাক একটা প্রোডাকশনে ফিরতে পারছি। ‘দাগি’র গল্পটা অনেক ভালো লেগেছে জন্যই কাজটি করছি। কার বিপরীতে কাজ করছি সেটা গুরুত্বপূর্ণ না, আমার কাছে গল্প ও পরিচালক গুরুত্বপূর্ণ।’ 

সিনেমার অন্যতম প্রযোজক চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি গণমাধ্যমকে বলেন, ‘এতটুকু বলতে পারি, দাগি’র গল্প অসাধারণ। শিহাব শাহীন একজন পরীক্ষিত নির্মাতা। সব মিলিয়ে কাজটি নতুন একটা স্ট্যান্ডার্ড সেট করবে বলে আমি আশাবাদী। ‘দাগি’ সিনেমায় দর্শকরা সেই চেষ্টা দেখতে পারবেন।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]