প্রকাশ: রোববার, ৮ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৮ পিএম | অনলাইন সংস্করণ
সারাদেশের সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির লটারির তারিখ পরিবর্তন হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই লটারির আয়োজন করা হবে।
রবিবার (৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন। তিনি বলেন, লটারি আয়োজনের তারিখ পরিবর্তন হয়েছে। পূর্ব ঘোষিত ভর্তির লটারির তারিখ ছিল ১২ ডিসেম্বর। এর পরিবর্তে লটারি হবে আগামী ১৭ ডিসেম্বর। কারিগরি কিছু জটিলতায় তারিখ পরিবর্তন করা হয়েছে।
এখন লটারির মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে স্কুলগুলোর জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। আর লটারির পর শুরু হবে ভর্তি প্রক্রিয়া।