বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি আজ   শমী কায়সারের জামিন স্থগিত   তারেক রহমান কবে ফিরবেন জানালেন মির্জা ফখরুল   সার্বভৌমত্ব রক্ষায় পরিপূর্ণ সক্ষম বিমান বাহিনী   জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস   চলতি বছর বিশ্বে ৫৪ সাংবাদিক হত্যা, অধিকাংশই ইসরায়েলের হাতে   শহীদ বুদ্ধিজীবী দিবসের যেসব কর্মসূচি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বুবলীর সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন পরীমণি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ডিসেম্বর, ২০২৪, ১১:৪২ পিএম | অনলাইন সংস্করণ

কিছুদিন আগে ঢাকাই সিনেমার আলোচিত দুই নায়িকা পরীমণি ও শবনম বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে ভার্চুয়াল-যুদ্ধে মেতে ওঠেন। পরীর অভিযোগ ছিল, তার সন্তানকে নিয়ে বানানো ভিডিও নকল করে নিজের সন্তানের জন্য বানিয়েছেন বুবলী। অভিযোগের জবাব দিতে দেরি করেননি বুবলীও। তিনি জানান, কারোটাই কপি করেননি তিনি। 

দুই নায়িকার সেই কথার লড়াইয়ে একটা সময় যোগ দেন বুবলীর বড় বোন গায়িকা নাজনীন মিমি। যিনি পরোক্ষভাবেই পরীকে ইঙ্গিত করে ফেসবুকে কিছু মন্তব্য করেন। যা শুনে আরও ক্ষেপে ওঠেন পরীমণি। 

সেই ঘটনার বহু মাস পেরিয়েছে। তবে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বুবলীর সঙ্গে দ্বন্দ্ব নিয়ে পরীমণিকে কথা বলতে দেখা গেছে।  যেখানে শুধু বুবলীর সঙ্গে সম্পর্কই নয়, পরী কথা বলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়েও।

বুবলীর সঙ্গে ভার্চ্যুয়াল যুদ্ধের ঘটনায় পরী বলেন, ‘বুবলীর বোনকে তো আমি চিনতামই না। উনার বোন যখন একটা বাজে স্ট্যাটাস দিচ্ছে, এসব যখন আবার আমার লোকজন আমাকে দেখাচ্ছে, তখন তো বিষয়টা দুঃখজনক। যার সাথে আমার কথা হচ্ছে, তারই আমাকে বলা উচিত। আমার সবকিছু আমাকেই জবাব দিতে হয়েছে। আমার তো আর কেউ নাই। থাকলেও অবশ্য আমিই কথা বলতাম। কারণ, সমস্যাটা যেহেতু আমার। এখানে পরিবারকে টানার কোনো অর্থ তো হয় না। আমার কাছে যেটা আছে, সেটা হচ্ছে সত্যি। এই সত্যিটাই আমার শক্তি।’

পরীমণি বলেন, ‘আপনি (শবনম বুবলী) আমাকে ডাকবেন, আসো তো পরী, কী হয়েছে। চলো বসি, কী হয়েছে দেখি। তা না করে আপনার ভাইবোন চৌদ্দগুষ্টি নিয়ে আমার গলা চেপে ধরবেন!’

কারো মতে, পরীমণি ও বুবলী কিছু একটা পোস্ট করলে তা একে অপরকে ইঙ্গিত করেই করেছেন। তবে পরীর দাবি, তার এসব দেখার সময়ই নেই। 

অভিনেত্রী বললেন, ‘আমি দেখতামই না তিনি কী করেছেন। আমার শুভাকাঙ্ক্ষীদের কেউ যখন বলত, এমনটা হয়েছে, পাঠালে তখন দেখা হতো, এই যা। এর বাইরে আর কিছু না।’

বুবলীর সঙ্গে পরীমণির সম্পর্কের তিক্ততা যখন সামনে আসে, তখন অনেকে ভেবেছিলেন অপু বিশ্বাস ইন্ধন জোগাচ্ছেন। এ প্রসঙ্গে নায়িকার ভাষ্য, ‘অপুদির (অপু বিশ্বাস) সঙ্গে তো আমার এত খাতির নাই। আড্ডাবাজির সম্পর্কও না। অপুদি কী রান্না করছ, খেতে আসতেছি, এই ধরনের সম্পর্ক তো মোটেও না। তবে অপুদিকে আমি পছন্দ করি, ভালোবাসি এটা সত্য। কিন্তু উনি আমাকে কতটা পছন্দ করেন, এটা আমি বুঝতে পারি না মাঝেমধ্যে।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]