প্রকাশ: রোববার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৬:৩৪ পিএম | অনলাইন সংস্করণ
ঝিকরগাছায় ২০২৫-২০২৬ সেশনের নবনির্বাচিত উপজেলা আমিরের শপথ গ্রহণ উপলক্ষে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় লাউজানি আল হেলাল কমপ্লেক্সে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক গোলাম রসুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,জেলা সেক্রেটারি মাওলানা অধ্যক্ষ আবু জাফর, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ গোলাম কুদ্দুস, মোহাম্মদ বেলাল হোসাইন, জেলা নায়েবে আমির হাবিবুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার নবনির্বাচিত আমির মাওলানা আব্দুল আলিম।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন,জেলা কর্মপরিষদ সদস্য এ্যাড আবিদুর রহমান, ঝিকরগাছা পৌর আমির সহকারি অধ্যাপক মশিউর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিয়ন আমির, পুরুষ ও মহিলা রোকন সদস্য সাংবাদিক ও সুধিবৃন্দ।
অনুষ্ঠান শুরুতে ৮৬, যশোর - ২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রত্যাশী যশোর জেলা পশ্চিম শাখার সাবেক সেক্রেটারি অধ্যাপক মাওলানা আরশাদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল।