বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: আশুলিয়ায় আজও ১২ শিল্পকারখানা বন্ধ   ভারতে বসে হাসিনার বক্তব্য সমর্থন করে না মোদি সরকার    বিএনপির যৌথসভা বিকেলে   চান্দনা চৌরাস্তায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪   তিন নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক   যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল   চলে গেলেন সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
ভারতকে ১৯৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৩:৪২ পিএম | অনলাইন সংস্করণ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে ১৯৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিং বিপাকে পড়ার পর শিহাব জেমস ও রিজান হোসেনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পরে ফরিদ হাসানের ক্যামিওতে মাঝারি মানের লক্ষ্য দাঁড় করায় যুবারা।

রোববার (৮ ডিসেম্বর) টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। 

সপ্তম ওভারে প্রথম উইকেট হারায় দলটি। ১৬ বলে এক রান করে যুধাজিত গুহার বলে বোল্ড হয়ে বিদায় নেন কালাম সিদ্দিকি। এরপর জাওয়াদ আবরার এবং আজিজুল হাকিম চাইলেও প্রতিরোধ গড়তে পারেননি।

৩৫ বলে ২০ রান করে চেতন শর্মার বলে ফিরে যান আরেক ওপেনার জাওয়াদ আবরারও। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক হাফ সেঞ্চুরি হাঁকানো আজিজুল হাকিমও এ দিন বিশেষ কিছু করতে পারেননি। যুবাদের অধিনায়ক ২৮ বলে ১৬ রান করে ফিরে যান। তারপর মোহাম্মদ শিহাব জেমস এবং রিজান হোসেনের ব্যাটে স্বপ্ন বুনতে থাকে বাংলাদেশ। এই দুজন মিলে ৬২ রানের জুটি গড়েন। টাইগারদের ইনিংসে এটাই এ দিনের সর্বোচ্চ রানের জুটি।

এই জুটি ভাঙেন আইয়ুশ মোহাত্রে। ৬৭ বলে ৪০ রান করা শিহাব জেমসকে বিদায় করেন তিনি। এরপর দেবাশীষ দেবা এক রানে রানে কুমার কার্তিকিয়ার বলে ফিরে গেলে আবার চাপে পড়ে বাংলাদেশ।

দলীয় ১৫৫ রানে বিদায় নেন রিজান হোসেনও। হার্দিক রাজের বলে বোল্ড হওয়ায় হাফ সেঞ্চুরি করতে পারেননি তিনি। ৬৫ বলে ৪৭ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি। শেষদিকে ফরিদ হাসানের ৪৯ বলে ৩৯ রানের ইনিংসে দুইশ'র কাছাকাছি পৌঁছায় বাংলাদেশ।

চেতন শর্মার বলে লেফ বিফোর উইকেটে ফাঁদে পড়েন তিনি। শেষদিকে ১৯ বলে ১১ রানে অপরাজিত থাকেন মারুফ মৃধা। ৪৯.১ ওভারে ১৯৮ রানে অলআউট হয় বাংলাদেশ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]